শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি ‘লজ্জাবতি’ বানর।
শনিবার (২১ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার জেরিন চা বাগানের সীমানার কাটাতারের বেড়ায় আটকে পড়ে লজ্জাবতি প্রাণীটি এসময় বানরটি দেখে ভীড় জমায় স্থানীয় লোকজন। খবর পেয়ে লাউয়াছড়া বন ও ববি বৈচিত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক কাজী সামসুল হক বানরটি উদ্ধার করে স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) খবর দেন।
পরে সংস্থাটির প্রতিষ্ঠাতা তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম পাপ্পু এসে সুস্থ অবস্থায় বানরটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। দুপুর পৌনে ২টার দিকে বানরটি লাউয়াছড়ার বনের জানকিছড়া এলাকায় অবমুক্ত করেন তারা। এসময় বিট কর্মকর্তা আনিসুজ্জামান ও অন্যান্য বন কর্মিরা উপস্থিত ছিলেন।
ওয়াইল্ডলাইফ এর প্রতিষ্ঠাতা প্রাণীবিদ তৗনুজাম খোকন সিংহ বলেন লাজুক প্রকৃতির নিশাচর বিরল প্রজাতীর এই বানরটির ইংরেজী নাম ঝষড়ষিড়ৎরভ. দেশের ঘন ও সবুজ বনে এদের দেখা পাওয়া যায়। দিনের বেলা এরা বনের উচুঁ গাছের ডালে ঘুমিয়ে কাটায়। বাশেঁর সবুজ কচি পাতা, কীট-পতঙ্গ ও ছোট প্রাণী রয়েছে এদের খাদ্য তালিকায়।