স্টাফ রিপোর্ট:
দুটি পাতা একটি কুড়ির দেশ চায়ের দেশ শ্রীমঙ্গলে যমুনা ব্যাংক আইসিটি ডিভিশনের প্রকৃতি বিলাস পিকনিক অনুষ্টিত হয়েছে।
যমুনা ব্যাংক আইসিটি ডিভিশনের আয়োজনে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে তিন দিন ব্যাপী একটি পিকনিকের উদ্যোগ নেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার যমুনা ব্যাংক আইসিটি ডিভিশনের ৩৫জন কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারসহ মোট ৭০জন পিকনিকে অংশগ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারী রবিবার পিকনিকের সমাপ্তি করা হয়।
ব্যতিক্রমী এ পিকনিকে ছিল পিঠা উৎসব, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরে বেড়ানো, খাসিয়া পুঞ্জিতে আদিবাসীদের জীবন বৈচিত্র উপভোগ, শ্রীমঙ্গল শহরে বেলুনে সুসজ্জিত টমটমে ঘুরে বেড়ানো,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা, র্যাফেল ড্র, বারবিকিউ সহ নানারকমের আয়োজন।
উল্লেখ্য যে পারিবারিক এই বন্ধনে অংশ গ্রহন করেন ব্যাংকার শামীম আহমেদ ও তাঁর পরিবার। যিনি সমাজের সুপরিচিত “পাগলের বন্ধু” হিসাবে খ্যাত এবং যার মানবিক কর্মকান্ড দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে।
যমুনা ব্যাংক আইসিটি ডিভিশনের হেড সৈয়দ জাহিদ হোসেন ও অপারেশন হেড আবুল হাসান এইরকম একটি ব্যতিক্রমী পিকনিক সুষ্ঠু ভাবে আয়োজন করতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, এরকম আয়োজন পর্যটন খাতকে আরও বেশি সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।