শ্রীমঙ্গল প্রতিনিধি:
রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যেগে ২৭ জুলাই ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের শশ্মানঘাট, রুস্তমপুর মসজিদ ও গ্রামীন রাস্তায় বিভিন্ন প্রকারের ঔষধি গাছ, ফলদ গাছ রোপন করা হয়।
রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট রোটারিয়ান মিঠন পালের সভাপতিত্বে ও রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অবিনাশ আচার্য, এ্যাসিসটেন্ট গর্ভনর রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, জোনাল কর্ডিনেটর রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান নাঈম সরফরাজ, ড্রিস্ট্রিক এডিশনাল সেক্রেটারী রোটারিয়ান ফেরদৌস আলম প্রমুখ।
প্রেসিডেন্ট রোটারিয়ান মিঠন পাল বলেন, চলতি মাসের শুরু হতে গাছের চারা রোপন শুরু করি। এ বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত থাকবে।