প্রতিদিন ডেস্ক :
ঢাকার বংশাল থেকে অপহৃত হওয়া ৫ বছরের শিশু তানভীরকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) দুপুরে ওই শিশুটিকে শ্রীমঙ্গল সন্ধানী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়। তানভীর ঢাকার বংশালের ৪২ ডি হাজী আব্দুল্লাহ সরকার লেনের উজ্জ্বল সরকারের ছেলে।
শ্রীমঙ্গল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মিলনকেও আটক করা হয়েছে।
আটক মিলন নায়ারণগঞ্জের সোনারগাওয়ের বাইশটেকি গ্রামের সিরাজুল হকের ছেলে। অপরহণের পর তিনি এক লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল বলে জানান ওসি মো. আব্দুস ছালেক।