শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৭০ লক্ষ টাকার বিশেষ কৃষি ঋন বিতরন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখা কর্তৃক ঋণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এম এম মাহবুবুর আলম। এসময় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীদ, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী (গ্রাম প্রধান) ফিলা পতমী। এতে বিশেষ প্রণোদনার আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী (খাসি সম্প্রদায়) সহ ২৪ জন কৃষকের মাঝে মোট ৭০লক্ষ ৩০ হাজার টাকার ঋন বিতরণ করা হয়।