আবুজার বাবলা, শ্রীমঙ্গল:
৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচন নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থী সমর্থকদের প্রচারণা। প্রতিদন্ধী প্রার্থী সমর্থকরা ঘুম হারাম করে চষে বেড়াচ্ছেন গোটা উপজেলা । অফিস, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২০ সেপ্টেম্বর থেকে প্রতিদিনই সভা ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রর্থনা করছেন তারা। পোস্টার, ব্যনার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। সমানতালে চলছে মাইকিং।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৭ অক্টোবর ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রে ও ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৯শ’ ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ও মহিলা ভোটার ১লক্ষ ১৫ হাজার ৭শ’ ২১।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তপন জ্যেতি অসিম জানিয়েছেন, ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সে লক্ষে কমিশন কাজ করছে।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সদর ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ভানু লাল রায়, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিজানুর রব এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা আানারস ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
নির্বাচনের ক্ষন যতই এগিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত উপজেলা জুড়ে কোন নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি।
একদিকে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রচারনায় অনেকটা এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায়। দিনে রাতের বেশীরভাগ সময় নিরবিচ্ছিন্ন জনসংযোগ চালাতে দেখা গেছে। শ্রীমঙ্গল সদর ইউপি’র সদস্য থেকে পরে টানা দুই কার্যকাল ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। পরিচ্ছন্ন ইমেজের জনপ্রতিনিধি হিসেবে এলাকায় রয়েছে তার সুনাম। সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে কোষাধ্যক্ষ নির্বাচিত হন তিঁনি। এ নির্বাচনে উপজেলা আওয়ামীমলীগ থেকে স্থানীয় সিনিয়র নেতারা নৌকা প্রতীক দাবী করে নির্বাচনে অংশ নেয়ার অভিপ্রায়ে দলীয় প্রতীক নৌকা পেতে উপজেলা থেকে জেলা এরপর কেন্দ্রেও দৌঁড়ঝাপ শুরু করেন। এতে দলের ভেতর শুরু হয় নানা আলোচনা। কিন্তু সব জল্পনা কল্পনা শেষে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড সবদিক যাচাই বাছাই করে ভানু লাল রায়কে নৌকা যোগ্য মাঝি বিবেচনা করে মনোনয়ন দেয়।
ভানু লাল রায়ের এই নৌকা বিজয়কে স্থানীয় নেতাকর্মীরা প্রাথমিক বিজয় হিসেবেই দেখছেন। অনেকে বলেছেন, প্রায়ত উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব এর জনপ্রিয়তা কাছে ভানু লাল রায়ই যোগ্য প্রার্থী। তার জনপ্রিয়তার রয়েছে, তিনিই নৌকার বিজয় ধরে রাখতে সক্ষম হবেন- বলে মনে করেন স্থানীয় অনেক তৃনমূল কর্মী।
চা বাগান অধ্যুষিত এ উপজেলার বিভিন্ন চা বাগানে রয়েছে নৌকার ভোট ব্যাংক। চা বাগানের প্রায় ৭২ হাজার ভোট এ অঞ্চলের নির্বাচনের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তবে এবার চা শ্রমিক সন্তান হিসেবে পরিচিত উপজেলা শ্রমিকলীগ নেতা সাবেক উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা দলীয় সিদ্ধান্ত পাস কাটিয়ে নির্বাচনে লড়ছেন আনারস প্রতীকে।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন এ উপ নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্ধী হিসেবে আবির্ভূত হয়েছেন আনারস প্রতীকের প্রেম সাগর হাজরা। চা শ্রমিক পরিবারের সন্তান হিসেবে চা বাগানের ভোটে কিছুটা ভাল করলেও করতে পারেন সাগর হাজরা। তবে প্রতীকের বিচারে চা শ্রমিকদের নৌকা প্রতীকের বাহিরে অন্য কোন মার্কায় ভোট দেয়ার কোন অতীত নজির নেই। ফলে ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে আনারস প্রতীকে সাগর হাজরা কতটা প্রভাব ফেলতে পারবে তা জানতে নির্বাচনী ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে- এমনটাই মনে করছেন নির্বাচন নিয়ে নিবির খোঁজ খবর রাখছেন এমন পর্যবেক্ষকরা।
এদিকে, আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী কৃষকলীগ নেতা আফজল হক দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে অংশ নেয়ায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের তোপের মুখে পড়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান গেল শুক্রবার এক নির্বাচনী সমাবেশে আফজল হকের সমালোচনা করেছেন। জবাবে আফজল হক তার নির্বাচনী প্রচারনা সভায় তার বিজয় সুনিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ নির্বাচনে লাঙ্গল প্রতীকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রব প্রচারণায় অনেকটা পিছিয়ে রয়েছেন।
রোববার দুপুরে কথা হয় উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগানের শ্রমিক বিজয় গোয়ালার সাথে। বিজয় বলেন, ‘সাগর আমাদের ঘরের ছেলে, তাকেই এবার আমরা সবাই ভোট দেব’।
উপজেলার সাতগাঁও ইউপির সিএনজি অটোরিকশা চালক ষাটোর্ধ বাছির মিয়া বলেন, সারাজীবন আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এসেছি। এবারও দেবো। ভানু লাল রায় মানুষ হিসেবে সৎ। উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনিই যোগ্য প্রার্থী’।
তবে সব কিছু ছাপিয়ে দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের নৌকার বিজয় সম্ভবনা অনেকটাই দৃশ্যমান হচ্ছে। দলীয় বিবেচনার বাহিরে ব্যক্তি ভানু লাল রায়ের জনপ্রিয়তায় নৌকার বিজয় রথে বইছে সুবাতাস- এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা।