বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন


শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা,৭ অক্টোবর ভোট গ্রহন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা,৭ অক্টোবর ভোট গ্রহন


শেয়ার বোতাম এখানে

আবুজার বাবলা, শ্রীমঙ্গল:

আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে শ্রীমঙ্গলসহ আরো ১২টি উপজেলার নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৮ অনুযায়ী আগামী ৭ অক্টোবর ২০২১ ইং তারিখে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মৌলভীবাজার ও উপজেলা নির্বাচন অফিসার শ্রীমঙ্গল মৌলভীবাজারকে যথাক্রমে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে।
গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যুতে পদটি শূণ্য হয়ে পড়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। এছাড়া মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, আপিল দাখিল ও নিস্পত্তি যথাক্রমে ১৭ ও ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোট গ্রহনের তারিখ ৭ অক্টোবর ২০২১ নির্ধারণ করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin