রমজান মাসকে সংযমের মাস উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়?’
আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ে এক মতিবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তাঁরাও দেউলিয়া হবেন। বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’
ওবায়দু কাদের বলেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।’
এবারের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তির করতে বিআরটিসির ১ হাজার ১৪২টি বাস যাত্রী পরিবহন করবে বলেও জানান তিনি।
ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন সেতুমন্ত্রী।