শুভ প্রতিদিন ডেস্ক:
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি এলায়েন্সর পক্ষ থেকে আজ পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমানের প্রতি পূর্ন সমর্থন ঘোষণা করা হয়েছে এবং বারার সকল নাগরিককে এই জননন্দিত সম্ভাব্য মেয়র প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে ।
কমিউনিটি নেতা আমীর উদ্দিন আহমদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান কমিউনিটি সংগঠক খান জামাল নুরুল ইসলাম।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ ড: হাসনাত এম হোসেন এমবিই, ব্যারিষ্টার আতাউর রহমান, সাবেক কাউন্সিলার সুলুক আহমদ ও কে এম আবুতাহের চৌধুরী ।
সম্মেলনে টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার মাইয়ুম মিয়া, ব্যারিষ্টার মাসুদ চৌধুরী ,হাজী হাবিব,হাজী সুন্দর মিয়া, সৈয়দ সুহেল আহমদ, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, জয়নাল উদ্দিন, আফসর উদ্দিন প্রমুখ ।
সংবাদ সম্মেলনে বলা হয় যে সম্প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমান টুইটার ও বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎকারে আগামী ৫ই মে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে নির্বাহী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ।
টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির পক্ষ থেকে লুৎফুর রহমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং পূর্ন সমর্থন ঘোষণা করা হয় ।
লিখিত বক্তব্যে বলা হয় যে লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লিডার ও মেয়র থাকাকালীন সময়ে বারার অনেক উন্নতি হয়েছে ।তিনি হোয়াইট চ্যাপেলে টাউন হলের জন্য জায়গা ও বিল্ডিং খরিদ করেছেন এবং বারার বাসিন্দাদের জন্য কবরস্থানের ব্যবস্থা করেছেন । ৫ বছরে ৫৫৯০টি বাড়ি নির্মাণ করা হয়েছে । এ সময় তিন হাজার বাড়ি পাইপ লাইনে ছিল।এডুকেশন খাতে ৩৮০মিলিয়ন পাউণ্ড ব্যয়, ফ্রি স্কুল ডিনার, ইউনিভার্সিটি গ্রান্ট ও ইএমএ গ্রান্ট প্রবর্তন , কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখা, ইয়ুথ সারভিসে ১০ মিলিয়ন পাউণ্ড ব্যয় ও ৭ বছর কাউন্সিল ট্যাক্স ফ্রিজ করে রাখা হয়েছিল ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় যে -২০১০ সালে ও ২০১৪ সালে জনতার ব্যালটের কাছে পরাজিত হওয়ার পর কিছু লোক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় ।ফলে সমাজের বিরাট ক্ষতি হয়েছে ।
বর্তমানে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি হয়েছে ।লান্চ ক্লাব নাই, বাংলা স্কুল নাই, ওয়ান স্টপ সপ নাই, ইয়ুথ সেন্টার নাই, বৃদ্ধদের ফ্রি হোম কেয়ার সার্ভিস নাই ,ইউনিভার্সিটি গ্রান্ট নাই, ইএমএ গ্রান্ট নাই, কমিউনিটি গ্রান্ট বন্ধ, চারিদিকে ড্রাগের ছড়াছড়ি। হাউজিং সমস্যা প্রকট আকার ধারন করেছে। বর্তমান লেবার প্রশাসন কাউন্সিল পরিচালনায় ব্যর্থ ।
বর্তমান মেয়র ও কাউন্সিলাররা তাদের এলাউন্স বৃদ্ধি করেছে। বিগত তিন বছরে মেয়র ,ডেপুটি মেয়র ও ক্যাবিনট মেম্বাররা কাউন্সিল থেকে যে পরিমান অর্থ নিয়েছে সে পরিমান কোন সার্ভিস তারা প্রদান করেনি ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় যে -২০১৪ সালে ইলেকশন ট্রাইবুনালের কমিশনার লুৎফুর রহমানের ব্যাপারে যে রিপোর্ট প্রদান করেছিল -তা ছিল একটি সিভিল ম্যাটার ।এটা কোন ক্রিমিনাল ম্যাটার ছিলনা । এই রিপোর্টকে সামনে রেখে স্কটল্যাণ্ড ইয়ারড ও সিটি পুলিশের বিশাল টিম দীর্ঘ ৫ বছর তদন্ত করে ।এতে প্রায় সাড়ে তিন মিলিয়ন পাউণ্ড ব্যয় হয় ।
তদন্ত শেষে পুলিশ লুৎফুর রহমান ও তাঁর টিমের বিরুদ্ধে কোন দোষ পায়নি ।কোন ক্রিমিনাল কর্মকাণ্ড প্রমানিত হয়নি। পুলিশের সব তদন্ত কার্যক্রম ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) চেক করে কোন অভিযোগ আনতে পারেনি। পুলিশের এ তদন্ত রিপার্টের ফলাফল-বিবিসি,গারডিয়ান ,ইভিনিং স্ট্যাণ্ডার্ড সহ সকল জাতীয় পত্রিকায় ও বাংলা মিডিয়ায় প্রকাশিত হয়েছে ।
বক্তারা বলেন যে – বারার বাসিন্দাদের ভবিষ্যৎ উন্নতি ও অগ্রগতি এবং বিরাজমান সমস্যার সমাধানের লক্ষ্যে সবাইকে লুৎফুর রহমান ও তাঁর টিমকে সমর্থন দেওয়ার প্রয়োজন ।