স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাইবিল জলমহাল সরকারিভাবে ইজারা নেওয়ার পরেও একটি প্রভাবশালী গোষ্ঠী কর্তৃক জোরপূর্বক জলমহালের দক্ষিণ সীমান্তের ৩ টি জায়গায় পাড় কেটে খাঁটি ও জাল বসিয়ে মাছ নিধনের খবর পাওয়া গেছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, জলমহালের দক্ষিণ পাড়ের আইল কেটে দেদারছে লাখ লাখ টাকার মাছ মারছেন হাঁসকুড়ি গ্রামের সমছু মিয়ার ছেলে সেজ্জুল ইসলাম ও আফাত মিয়ার ছেলে তবুল ইসলামের নিয়োজিত লোকজন। এ সময় ইজারাদারদের কথা না শুনে জাল বসিয়ে কেন মাছ মারছেন এমন প্রশ্ন করলে তারা কোন সদোত্তর দিতে পারেননি।
ইজারাদার কর্তৃক জানা যায়, খাইবিল জলমহালটি বিগত ১৪২৮ থেকে ১৪৩৩ বাংলা পর্যন্ত উন্নয়ন স্ক্রীমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা পান হাঁসকুড়ি বীরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। ইজারা পাওয়ার পর থেকে বিলে বাঁশ কাটা লাগানো থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রায় ২৫-৩০ লক্ষ টাকা খরচ করেছেন সমিতির লোকজন। কিন্তু লাভের দেখা না পেলেও একটি প্রভাবশালী গোষ্ঠী সম্পূর্ণ নিয়মনীতি তোয়াক্কা না করেই প্রতিনিয়ত বিলের পাড় কেটে খাটি ও জাল বসিয়ে লাখ লাখ টাকার মৎস্য নিধন করছেন। বার বার নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি তারা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সমিতির লোকজন। এ নিয়ে যেকোন সময় দুই গ্রামবাসীর মধ্যে খুন খারাপি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে থাকা জাহির মিয়া,শাহাদাৎ হোসেন পাশা, শাহাজুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, এই বিলটি ইজারাদাররা সরকারিভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে লিজ আনার পরও হাঁসকুড়ি গ্রামের লোকজন অনৈতিকভাবে গ্রায়ের জোরে প্রতিদিন মাছ মেরে বিক্রি করছে।
অবৈধভাবে মাছ নিধনের ব্যাপারে জানতে চাইলে সমছু মিয়া বলেন, এইখানে আমরা প্রতিবছরই মাছ মারি। এবার নতুন না৷ বাপ দাদার আমল থাকি মাইরা আইরাম৷ কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।
এ ব্যাপারে হাঁসকুড়ি বীরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সামছুন্নুর বলেন, আমরা সরকারিভাবে ৬ বছরের জন্য খাইবিলটি ইজারা এনেছি। কিন্তু বারবার নিষেধ দেওয়ার পরেও হাঁসকুড়ি গ্রামের কিছু প্রভাশালী লোক জোরপূর্বক আমাদের বিলের মাছ ধরে বড় ধরনের ক্ষতি করছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, বিষয়টি সরেজমিন দেখে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।