সাপের নাকি দাঁত উঠেছে কামড় দিছে পায়,
জীবন আমার চলে গেল এক কামড়ের ঘায়।
এমন করে দিবে কামড় কে জানিত হায়,
এখন বলো কাকে দিব এ কামড়ের দায়।
এমন দাঁতের খবর বাপু আগে শুনি নাই,
এখন যখন জানছি খবর সকল বলে যাই।
ময় মুরব্বি ডাইকা বলে এমন দেখছনি,
আমিও কই ও মিঁয়াভাই কভু শুনছনি?
লোকে বলে আসল নয় রে সান বাধানো দাঁত,
আসল নকল বোঝা যায় রে হয়ে গেলে রাত।
কলি কালে আইছে বুঝি দাঁত বাধানো সাপ,
সর্প নয়রে ও মিঁয়াভাই এ যে অভিসাপ।
ফতোয়া জারি করে তারা পাপ দেবে সব ধুয়ে,
তমিজ করে কথা বলে সাপের লেজটা ছুঁয়ে।
কষ্ট নষ্ট ভ্রষ্ট মিলে সাপের খেলা খেলে,
উদর ভরে বিষের জলে যাহা পায় তা গিলে।
আসল কথা বলতে গেলে বলে মাথা নষ্ট,
গোপন দাঁতের খবর দিলে লাগে তাদের কষ্ট।
দিনে দিনে বাড়ছে ফণা উনুন ভরা ঘি,
এসব থেকে বাঁচার মত উপায় আছে কী?
বাংলা মায়ের একটা দাবি ফণাধারী ভাই,
নিদানকালে তোমায় বাপু কেউ দেবে না ঠাঁই।
দাঁতের বিষে ধড়ফড়ানি আম জনতা চাপে,
মনে রেখো পুরাণ কথা ‘পাপ ছাড়ে না বাপে।’