শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন


সাংবাদিকতায় নারীদের অনুপ্রেরণা বিলকিস সুমি

সাংবাদিকতায় নারীদের অনুপ্রেরণা বিলকিস সুমি


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেটের সাংবাদিকতায় নারীদের পদচারনা এখনো মসৃন নয়। প্রতিবন্ধকতা এখনো বিরাজমান। নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে নারীদের চলতে হচ্ছে। সিলেটের নারী সাংবাদিকদের মধ্যে অন্যতম বিলকিস আক্তার সুমি। ফটো সাংবাদিকতা দিয়ে শুরু। দুই দশক ধরে সিলেটে দাপিয়ে করছেন সাংবাদিকতা।এখন টেলিভিশন রিপোর্টার। জিটিভির সিলেট প্রতিনিধি। পাশাপাশি সারাবাংলা’র সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে চ্যানেল আই, বাংলাভিশনে কাজ করেছেন। দৈনিক সবুজ সিলেটে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি।

সিলেটে সাংবাদিকতায় নারীদের অনুপ্রেরণা সুমি। এখন সিলেটের সাংবাদিকতায় অনেক নারী এগিয়ে এসেছেন। তারাও পুরুষদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন। প্রতিযোগিতায় তারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন। সুমির সাংবাদিকতা শুরু ২০০৩ সালে।

দুই দশকের সাংবাদিকতার নানা বিষয় নিয়ে বিলকিস আক্তার সুমি জানিয়েছেন- ‘পথ সহজ ছিলো না। চ্যালেঞ্জ নিতে হয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সব পেশায়ই নারীদের চ্যালেঞ্জ নিতে হয়। সাংবাদিকতায় একটু বেশি। টিকে থাকতে হলে লড়াই করতে হয়। কঠিন সময় আসে। উতরে যেতে হয়। সেটি নিতে পেরেছি। এর বাইরেও আছে সংসার। সন্তান লালন পালন। সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিজের পেশাকে আকড়ে ধরে রাখতে হয়। মোদ্দাকথা- পেশাকে ভালোবাসতে হয়।’

তিনি জানান-‘সাংবাদিকতায় নারীদের প্রাধান্য দেওয়া উচিত। প্রাতিষ্টানিক ভাবে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। দেশের অর্ধেক জনগোষ্টিই নারী। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। সুতরাং নারীদের সুখ, দু:খ, হাসি, কান্নার বিষয়টি খুব সহজেই সমাজের সামনে তুলে ধরতেন নারী সাংবাদিকরা। এজন্য অর্ধেক জনগোষ্টি হলেও সেভাবে সিলেট কিংবা বাংলাদেশে নারী সাংবাদিকদের সংখ্যা কম। তবে- চ্যালেঞ্জ নিয়ে এ পেশায় নারীরা আসছেন- সেটি হচ্ছে সুখের খবর।

সিলেট কনজারভেটিভ এলাকা হলেও ধর্মীয় গোড়ামিতে বিশ্বাসী নয় মানুষ। সহযোগিতা পাওয়া যায়। আগের মতো পথ কঠিন নয়। এজন্য শিক্ষিত মেয়েদের সাংবাদিকতা পেশায় আসা উচিত। তারা যত আসবে ততো সমাজ, জাতি ও দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেন সুমি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin