শুভপ্রতিদিন ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
শোকবার্তায় অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন- আবুল মাল আবদুল মুহিত ছিলেন একাধারে খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, লেখক ও ভাষাসৈনিক। বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকার রেখেছেন তা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন একজন অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের নিরন্তর কর্মপ্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পেরেছে।
উল্লেখ্য, শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে আবুল মাল আবদুল মুহিত মারা যান। মৃত্যুকালে আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর।