শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন


সাবেক এমপি এহিয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী পেল বিশ্বনাথের ১১শ পরিবার

সাবেক এমপি এহিয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী পেল বিশ্বনাথের ১১শ পরিবার


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার মাধ্যমে সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।

বৃহস্পতিবার সকালে রামপাশাস্থ একটি কমিউনিটি সেন্টারে রামপাশা ইউনিয়নের ৬৩৬ পরিবারে ও দূপুরে খাজাঞ্চিস্থ একটি কমিউনিটি সেন্টারে খাজাঞ্চি ইউনিয়নের ৪৭৪ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

হিউমেনিশন রিলিফ প্রোগ্রামের আওতায় ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অর্গানাইজেসন’র ব্যবস্থাপনায় দেয়া প্রতিটি প্যাকেটে ১০কেজি চাল, ১লিটার সয়াবির তেল, ১কেজি লবন, ১কেজি আলু, ডাল ১কেজি ও খেজুর ৫শ গ্রাম রয়েছে।

পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এহিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’র চীফ কার্লা আইভেট হুইচ হার্নান্ডেজ।

এসময় ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, বন্যায় ক্ষতি হয়েছে বিশ্বনাথসহ সিলেট জেলাবাসীর। ক্ষতিগ্রস্থদেরকে বিভিন্ন সংস্থার মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছ দেওয়ার চেষ্টা করছিমাত্র। এহিয়া বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর এলাকাবাসী আমার আত্মার আত্মীয়। বর্তমানে এই এলাকার জনপ্রতিনিধি না হলেও আন্তরিকতার কমতি নেই। পূর্বেও আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকতে চাই।

এসময় পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, জয়নাল আহমদ মিয়া, খাজাঞ্চি ইউপির প্যানেল চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, ইউপি সদস্যা আছারুন বেগম, রামপাশা ইউপি জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিক হোসেন, সংগঠক এমএইচ খান পারভেজ, জালাল খান চুন্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin