গোয়াইনঘাট প্রতিনিধি :
পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ এক শোকবার্তায় বলেন, শামসুর রহমান শরীফ আজীবন দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ ও বরেণ্য রাজনীতিবিদকে হারাল। তিনি আরো বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় তাঁর অবদান দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য,শামসুর রহমান শরীফ (৮০) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।