শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সিটি মেয়র , কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল।
তিনি এক শোক বার্তায় তিনি বলেন, গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। কামরান এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা এদেশেরর মানুষ চিরদিন স্মরণ রাখবে। মেয়র আমিনুল ইসলাম রাবেল মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।