স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য,সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট সিটির প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি মেহেদী কাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল এক শোক বাতায় বলেন বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের আস্থা ও ভরসাস্থল।
নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।