বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন


সামাজিক দৃষ্টিভঙ্গিই নারীর অগ্রগতির প্রধান অন্তরায়

সামাজিক দৃষ্টিভঙ্গিই নারীর অগ্রগতির প্রধান অন্তরায়


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

নারীর প্রতি পুরুষ শাষিত সমাজের দৃষ্টিভঙ্গিই নারীর অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে মনে করে তার নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, একজন নারী উদ্যোক্তা কাজ শুরুর করার প্রথমেই যে বাধার সম্মূখীন হয় তা তার সমাজ থেকে। সমাজের নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো বদলায়নি বলে মনে করেন এই নারী সফল নারী উদ্যোক্তা।

তিনি নিজের জীবনের পূর্ব অভিজ্ঞতার থেকে বলেন,আমি কর্মজীবনে প্রথমে শিক্ষকতা থেকে শুরু করি। পরবর্তীতে আমি রুপালী ব্যাংকে কাজ শুরু করি। কিন্তু সামাজিক বিভিন্ন নেতিবাচক কথাবার্তার শিকার হয়ে আমি ব্যাংকের জব ছাড়তে বাধ্য হই। তারপর আমি যখন উদ্যোক্তা হওয়ার জন্য কাজ শুরু করি তখন সিলেট শহরের কোন দোকান মালিক আমাকে দোকান ভাড়া দিতে রাজি হয় নি। পরবর্তীর্তে অনেক কষ্টে মিরেরময়দান এলাকায় ৬ মাসের অগ্রিম ভাড়া দিয়ে আমি দোকান কোটা পাই। এরপর থেকে আর আমাকে পিছনে ফিরে থাকাতে হয়নি।

সিলেট উইমেন্স চেম্বারের এই সভাপতি আরো বলেন, একজন নারী উদ্যোক্তা হওয়ার যখন স্বপ্ন দেখে তখন সে প্রথমে যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন থাকে তা হচ্ছে তার সামজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার কথা ভেবে অনেক নারীর ইচ্ছা থাকা সত্ত্বেও তারা উদ্যোক্তা হতে পারছে না। তবে বর্তমান সময়ে সবচেয়ে আশার দিক হচ্ছে ডিজিটাল প্লাটফর্মে নারীরা আজ অনেক এগিয়ে। বিভিন্ন ই-কমার্স সাইটে নারীদের সরব উপস্থিতি আমাদের অনেক স্বপ্ন দেখাচ্ছে। তবে ২য় যে বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন তা হচ্ছে বিনিয়োগ। নারীশাষিত বিভিন্ন প্রতিষ্টানে এখনো ফিন্যান্স কোম্পানিগুলো সহজে সহায়তা করতে চায় না। তা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আরেকটি বাধা।

তিনি আরও বলেন, সিলেটে নারীদের কাজের ক্ষেত্র যেমন কম, তেমনি পণ্যের বাজারজাত করণের সমস্যাও রয়েছে। তথ্য প্রযুক্তিতে সিলেটের নারীরা অনেক এগিয়েছে। কিন্তু কাজের ক্ষেত্র না থাকায় তারা কাজ শিখেও ঘরে বসে থাকতে হচ্ছে। কল সেন্টার জাতীয় চাকরিতে তারা অংশ নেয়ার সুযোগ কম। আমাদের পাশ্ববর্তী দেশ ইন্ডিয়া সে ক্ষেত্রে অনেক এগিয়ে। কল সেন্টার তাদের দখলে থাকে। সিলেটে প্রশিক্ষিত অনেক নারী আছেন। যারা নিজেদের পণ্য দেশে বা দেশের বাইরে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। দেশের বাইরে সেভেন সিস্টারে আমাদের পণ্য রপ্তানির অনেক সুবিধা রয়েছে। প্যাকেজিং বা অন্য সুযোগের অভাবে সিলেটের নারীরা সেই বাজার ধরতে পারছেন না।

এক্ষেত্রে সরকারের পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ নারীদের সহযোগিতা করতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের হাতেও নানা সুযোগ রয়েছে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার। কিন্তু তারা সে বিষয়ে নজর দিচ্ছেনা। আমাদের চেম্বার থেকে বারবার বলেছি- সিলেটে একটি মহিলা উদ্যোক্তা মার্কেট করে দিতে। সিলেট সিটি কর্পোরেশন নতুন করে একটি মার্কেট তৈরির উদ্যোগ নিয়েছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য এক বা দুই ফ্লোর রেখে দিতে পারে। আমি বারবার বলার পরও সে বিষয়ে কোনো সাড়া পাইনি।

স্বর্ণলতা রায় বলেন, নারীদের জন্য সিলেট এয়ারপোর্টে নারী কর্ণার খোলা হোক। এতে প্রবাসী ও পর্যটকরা নারীদের উৎপাদিত পণ্যের প্রতি আকৃষ্ট হবেন। এতে বাজারজাত করণের সুবিধা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নারীরা তাদের পণ্য নিয়ে প্রবেশাধিকার পাবে। সিলেটের এই সফল নারী উদ্যোক্তা কর্মজীবনে ২০২০ সালে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল স্বাবলম্বী, ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল স্বাবলম্বীর জয়িতা পুরস্কার ও ২০২২ সালে বিশ্বের ৭৭ টি দেশের নারীদের মধ্যে বাংলাদেশের একমাত্র নারী হিসেবে গ্লোবাল ওমেন্স ইন লিডারশীপ অ্যায়ার্ড পুরস্কার সহ বিভিন্ন সম্মননা অর্জন করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin