বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ সংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সম্মানে ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে কবি সাইদুর রহমান সাঈদের শুভাকাঙ্খীরা এ ইফতার পার্টির আয়োজন করে।
ইফতার পূর্বে আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে কবি সাইদুর রহমান সাঈদ বলেন, রমজান মাস আসলেই দেশের একদল সুবিধাভোগীরা এ মাসকে পুঁজি করে নানা কৌশলে ব্যবসা শুরু করেন। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিকভাবে সোচ্চার হতে হবে। তিনি বলেন, পারস্পারিক বন্ধনে অপসাম্প্রদায়িক দৃষ্টিকোন থেকে রমজানের পবিত্রতা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
এসময় সদ্য প্রয়াত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধের সংগঠক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ইফতার পার্টিতে অংশ নেন ছিলেন, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও দৈনিক শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক কবি খালেদ-উদ দীন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের সাবেক সভাপতি ও ফান্স প্রবাসী ইশতিয়াকুর রহমান, থিয়েটারের বর্তমান সভাপতি আনহার আলী, শাপলা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি আরাফাত মোহাম্মদ আব্দুর রব, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে প্রতি বছর ২৯ রমজান কবি সাইদুর রহমান সাঈদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন তাঁর শুভাকাঙ্খিরা।