বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন


সাহিত্য বন্ধন’র১২তম লেখক ও গুণীজন সম্প্রীতি অনুষ্ঠিত

সাহিত্য বন্ধন’র১২তম লেখক ও গুণীজন সম্প্রীতি অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

 

শনিবার রাজধানীর বাংলামটরস্থ ,সাহিত্যের প্রাণকেন্দ্র , বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘সাহিত্যবন্ধন’ এর (১২তম) লেখক গুণিজন সম্প্রীতি৷ বৈশাখী কবিতা ও অন্যান্য কবিতা পাঠ ও আলোচনা৷
প্রথমে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি আব্দুস সালাম চৌধুরী৷ সাহিত্যবন্ধন এর সভাপতি কবি, সাংবাদিক জনাব জাফর পাঠান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্যবন্ধন এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট ছড়াকার, কবি, সাংবাদিক জনাব আতিক হেলাল৷

সাহিত্যবন্ধন এর আইন বিষয়ক সম্পাদক কবি জনাব এডভোকেট সরদার আব্বাস উদ্দীন এর সুন্দর, সাবলীল, পরিচ্ছন্ন সঞ্চালনায় কবিতা পাঠ, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য , গানও আলোচনা অনুষ্ঠিত হয় ৷

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যবন্ধন এর সহ- সভাপতি কবি মোহাম্মদ হোসেন আদর৷
মূল্যবান উপস্থিতি ছিল যাদের— বিশিষ্ট দার্শনিক জনাব আবু মহি মুসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব , বহুমাত্রিক লেখক, সংগঠক জনাব সৈয়দ মাজহারুল পারভেজ, বিশিষ্ট ইতিহাসবিদ, সংগঠক কবি জনাব মোঃ আশরাফুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ, আমাদের গল্পকথা ও বাকপ এর উপদেষ্টা জনাব ফখরুল আলম, গবেষক,কবি, সুবক্তা জনাব এমদাদুল হক চৌধুরী, বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক নাসির হেলাল, কবি মুহাম্মদ ইউসুফ, বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার ও প্রকাশক মালেক মাহমুদ , কবি মোঃ মোবারক হোসেন, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি ও বাচিক শিল্পী মনির হোসেন, কবি মামুন আব্দুল্লাহ্ , কবি তারানা নাজনীন, কবি ওসমান গনি, কবি ও সংগঠক ইশতিয়াক হোসেন, কবি শেফালি দৌসি, কবি, ছড়াকার আবৃত্তি শিল্পী ও প্রচ্ছদকার মনিরুজ্জামান পলাশ, কবি হাসান রুহুল, সাহিত্যবন্ধন এর সহ-সভাপতি কবি জনাব মকবুল হোসেন বকুল, সাহিত্যবন্ধন এর সহ-মহিলা বিষয়ক সম্পাদক কবি তাহমিনা করিম, সাহিত্যবন্ধন এর সহ- সভাপতি কবি মিলি হক, সাহিত্যবন্ধন এর সহ-সভাপতি কবি হাসিনা হাসি, কবি বিমল সাহা, সাহিত্য বন্ধন এর নির্বাহী সদস্য কবি রুহুল আমীন রোদ্দুর, সাহিত্যবন্ধন এর সহ-প্রচার সম্পাদক কবি সাইদ জোবায়ের, মোঃ ফারুক হোসেন, কবি মোহাম্মদ মোমেন মিয়া, কবি ফরিদ আহমেদ, সাহিত্যবন্ধন এর কোষাধ্যক্ষ কবি শাহজাহান মোহাম্মদ, সাহিত্যবন্ধন এর ধর্ম বিষয়ক সম্পাদক কবি মুহাম্মদ হেলাল উদ্দীন, সাহিত্যবন্ধন এর সহ-সাধারন সম্পাদক কবি মাহিদীন মুকুল চৌধুরী, মোছা সেলিনা সুলতানা, নাসিমা রহমান, সাবিত হাসান ও দিলআরা সুলতানা ৷ বৈরী আবহাওয়া, প্রচন্ড যানজট উপেক্ষা করে শুধু মাত্র সাহিত্য কে ভালবেসে দূর দূরান্ত থেকে আপনারা অনেক কষ্ট করে ‘সাহিত্যবন্ধন’ পরিবারে শরিক হয়েছেন আপনাদের কাছে আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ৷ আমন্ত্রিত অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা, কবিতা গান, গল্পে আয়োজন ছিল প্রাণবন্ত, সমৃদ্ধ৷

বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin