শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন


সিকান্দার ফাউন্ডেশনের উদ্যোগে ১১০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন

সিকান্দার ফাউন্ডেশনের উদ্যোগে ১১০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন


শেয়ার বোতাম এখানে

করোনা ভাইরাসে থমকে গেছে জীবন। বেকার হয়ে ঘরে বসে আছে দিনমজুর, রুদ্ধ হয়েছে নিত্যদিনের খেটে খাওয়া মানুষের জীবিকার পথ। এই বিপর্যস্ত পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল সিকান্দার ফাউন্ডেশন নামে সিলেটের একটি ব্যবসায়ী পরিবার সিকান্দার ফাউন্ডেশন।

শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নে সিকান্দার ফাউন্ডেশনের উদ্যোগে ১১০টি পরিবারে মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন, সিকান্দার এন্ড কোং ও সিকান্দার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান সপন আহমেদ ও ভাইস চেয়ারম্যান ফায়েক আহমদ শিপু, হুসেইন আহমেদ, ফ্রান্স প্রবাসী জুবের আহমদ, মোমেন, মতিসহ অনেক।

প্রতি সাপ্তাহে এই কাযক্রম চলমান থাকবে আর ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin