প্রতিদিন ডেস্ক ::
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এলাকা থেকে দেশীয় পাইপগানসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সাদিকুর রহমান (৩৩)। তিনি সিলেট নগরীর উত্তর পাঠানটুলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সাদিকুর রহমানকে আটক করে। এ সময় সঙ্গে ছিলেন শাহপরান থানার পুলিশ সদস্যরা।
এ ঘটনায় সিকৃবি’র সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।