বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন


সিটি কর্পোরেশনগুলোকে আত্মনির্ভরশীল হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিটি কর্পোরেশনগুলোকে আত্মনির্ভরশীল হতে প্রধানমন্ত্রীর নির্দেশ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

দেশে সব সিটি কর্পোরেশনকে অর্থের জন্য আত্মনির্ভরশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলো যেন সরকারের ওপর নির্ভরতা কমায়।

বলেন, ঢাকার দিকে তাকিয়ে থাকলে হবেনা, প্রকল্প দেয়া হলেও অবকাঠামোগত এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ড্রেনেজের পানি সরাসরি নদীতে ফেলা যাবে না। সিইটিপি স্থাপন করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

উপকূলীয় অঞ্চল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ ঠেকাতে নদী কমিশনকে তৎপর থাকতে হবে।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী জানান, ‘শি পাওয়ার’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘হার পাওয়ার’ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin