খেলাধুলা ডেস্ক:
জিম্বাবুয়ে বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৮ জুলাই) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, টাইগারদের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।
এদিকে, প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
এদিন টস জিতে আগে ব্যাট করে নিধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৫ বল হাতে রেখে ৩ উইকেট জিতল টাইগাররা। এছাড়া এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। তবে এদিন টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একাই লড়াই করেছেন সাকিব আল হাসান। তিনি ১০৯ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন।