বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে দু’টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। উপজেলার স্বরস্বতী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে চলতে থাকা ওই দুই ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ইটভাটা দু’টি থেকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইশরাত জাহান পান্না জানান, বশির ব্রিকস্ এবং হাফিজ এন্ড ব্রাদার্স নামের ওই ইটভাটা দু’টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। পরিবেশ দুষণ ছাড়াও পার্শ্ববর্তী সুরমা নদীর পাড় কেটে ইট নির্মাণে ব্যবহার করছিল তারা।

সিলেটে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত সবক’টি ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এর আগে গতকাল বুধবার সিলেটের ওসমানীনগর উপজেলায় পরিবেশঅধিদপ্তরের ছাড়পত্রহীন আরও দু’টি ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin