স্টাফ রিপোর্ট:: করোনা ভাইরাস সম্পর্কে মানুষজনকে যত বেশী সচেতন করা যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা যাবে, করোনায় আক্রান্তের ঝুঁকি ততটা কমে আসবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্তের ঝুঁকি অনেকটা কম থাকে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশের চিফ অব পার্টি ডা. কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ’র মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ’র মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।
প্রশিক্ষণ কর্মশালায় কোভিড-১৯ ভ্যাক্সিন কি, কারা ভ্যাক্সিন নিতে পারবেন, কারা পারবেন না? একজন মানুষকে ভ্যাক্সিনের জন্যে কতগুলো ডোজ নিতে হবে, ভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়াগগুলি কি কি, করোনা ভাইরাস সম্পর্কে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো সহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. নুসরাত সুলতানা, বাংলাভিশন টেলিভিশনের কান্ট্রি এডিটর সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি, সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একাত্তরের কথা’র প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, জালালাবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক মুহিবুর রহমান, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম সুজন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, কর্মশালার সিলেটের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল নোমান, শ্যামল সিলেটের জ্যেষ্ঠ প্রতিবেদক রজত চক্রবর্তী, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মানাউবী সিংহ শুভ, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক ইয়াহ্ইয়া মারুফ, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি আহমেদ জামিল, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার নবীন সোহেল, মৌলভীবাজারের সাকির আহমেদ, কুলাউড়ার সৈয়দ আশফাক এইচ তানভীর, দৈনিক আমার সংবাদের সিলেট প্রতিনিধি এ এস রায়হান প্রমুখ আলোচনায় অংশ নেন।