শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন


সিলেটের তিনটি হাসপাতালে পিপিই ও মাস্ক দিয়েছে ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন

সিলেটের তিনটি হাসপাতালে পিপিই ও মাস্ক দিয়েছে ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন


শেয়ার বোতাম এখানে

ডেস্ক রিপোর্ট:
ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা ও ফাউন্ডেশনের সদস্য ইংল্যান্ডের গ্রীন্ডলেজ ব্যাংকের উর্ধ্বতন কর্মকতা মার্জিয়া তাবাসসুমের উদ্যোগে সিলেটের তিনটি হাসপাতাল এবং সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডে পিপিই ও মাস্ক প্রদান করা হয়েছে।

ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ২০টি পিপিই ও একশটি মাস্ক, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালকে ১৫টি পিপিই ও একশটি মাস্ক এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালকে ১০টি পিপিই ও একশটি মাস্ক প্রদান করা হয়। হাসপাতালগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো গ্রহণ করেন।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমানের হাতে করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১০টি পিপিই ও একশটি মাস্ক তুলে দেন ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের সদস্য ব্যাংক কর্মকর্তা শাহারুল কিবরিয়া ইমন, ও ফাউন্ডেশনের সদস্য ডা. আহমেদ নাফি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin