শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন


সিলেটের শাহপরানে ঘরের ভিতর মিললো তরুনীর মরদেহ

সিলেটের শাহপরানে ঘরের ভিতর মিললো তরুনীর মরদেহ


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহপরান থানাধীন নিপবন মনিপুরীপাড়া এলাকা থেকে ফাহিমা বেগম (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিপবন মনিপুরীপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন মৃত শহিদ মিয়ার মেয়ে

ফাহিমা বেগম। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সকালে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে তিনি নিজ শয়নকক্ষে গলায় ওরনা দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের অন্যান্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ভেতরে গিয়ে লাশ দেখতে পান।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin