শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ অপরাহ্ন


সিলেটের সেই ভুয়া সাংবাদিককে গ্রেফতারে পুলিশের অভিযান

সিলেটের সেই ভুয়া সাংবাদিককে গ্রেফতারে পুলিশের অভিযান


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক: সিলেট শহরতলীর সুরমা গেট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেল আটকের পর ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকি দিয়ে ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভাইরাল হওয়া সেই সাংবাদিক পরিচয়ধারী ফয়ছল কাদিরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দুই দিন থেকে তাকে গ্রেফতার করতে শাহপরাণ থানা পুলিশের দল পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়েছে।

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত মামলাটির তদন্ত চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের সাব ইন্সপেক্টর শ্যামলেন্দু ঘোষ বিষয়টি তদন্ত করছেন।পাশাপাশি তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তাং- ১১/০৭/২০২১খ্রি.।

মামলায় ফয়ছল কাদিরের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন মামলার বাদি পুলিশ কর্মকর্তা নুরুল আফসার ভূইয়া ।

উল্লেখ্য, গেল ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্ট ডিউটি করাকালে সিলেট শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামান। এসময় মোটরবাইক চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চাইলে সে কোনকিছুই প্রদর্শন করতে পারে নি। এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
এ অবস্থায় সার্জেন্ট অতিরিক্ত যাত্রী বহন, হেলমেটবিহীন আরোহন করা, রেজিষ্ট্রেশনবিহীন গাড়ী চালনার অপরাধে সড়ক পরিবহন আইনে মামলা এবং মোটরসাইকেলটি পুলিশ লাইন্সে প্রেরণ করেন। এ বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক পরিচয়ধারী ফয়ছল কাদির ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য লাইভ প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে।

এর প্রেক্ষিতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে রোববার ফয়ছল কাদির নামে ওই ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin