বালাগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন যাবত সিলেট শহরে অবস্থানরত বালাগঞ্জ উপজেলার এক মহিলার শরীরে করোনা পরীক্ষায় রেজাল্ট পজেটিভ এসেছে। ওই মহিলার বয়স ৫৫ বছর। তার মূল বাড়ি উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
বৃহস্পতিবার সিলেটে পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা যায়।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার বলেন, ওই মহিলা সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নমুনা পরীক্ষা করালে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।