সিলেট বিভাগের আজ মঙ্গলবার ঘরে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টাইন) আছেন এক জাহার ২৩৮ জন। মেয়াদান্তে নতুন করে কেউ সঙ্গনিরোধ মুক্ত হবার ছাড়পত্র পাননি। তবে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ২৮ জনকে।
এরমধ্যে সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে নেয়ার প্রয়োজন হয়নি।
সঙ্গনিরোধে রয়েছেন বিভাগের সিলেট জেলায় ৪৮১ জন, সুনামগঞ্জ জেলায় ২১০ জন, হবিগঞ্জ জেলায় ৩৫৪ জন ও মৌলভীবাজার জেলায় ২৮১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৪জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন। তবে সিলেট জেলায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি।
সবমিলিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ৩ হাজার ৬২ জনকে। এদের মধ্যে ১ হাজার ৮২৯ জনকে ইতিপূর্বে ছাড়পত্র দেয়া হয়েছে।