শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আজ শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৪৩ জন, গোলাপগঞ্জের ১ জন, বিশ্বনাথের ৪, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে কয়েকজন ব্যাংক কর্মকর্তা ও চিকিৎসকও রয়েছেন।