স্টাফ রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে জামশেদ আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত জামশেদ আলী হবিগঞ্জ জেলঅর মাধবপুর থানার সাতপাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত জামশেদকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে রবিবার (২৪ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জামশেদের বিরুদ্ধে মহানগর পুলিশের কোতোয়ালি, মোগলাবাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।