মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন


সিলেটে উড্ডয়নের সময় বিমানে বিকট শব্দ-ঝাকুনি, অল্পের জন্য রক্ষা

সিলেটে উড্ডয়নের সময় বিমানে বিকট শব্দ-ঝাকুনি, অল্পের জন্য রক্ষা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট এমনএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকা পাংচার হয়ে গেছে। এসময় পুরো উজোহাজে ঝাকুনি শুরু হয়। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী।

শুক্রবার বেলা ১টার দিকে ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ১২ টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাকুনির সৃষ্টি হয়।

এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয় জানিয়ে এই ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আংকিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন।

মোস্তাক হায়তা বলেন, ঝাকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্ঠা করেন। থকন ফের ঝাকুনি শুরু হয়। পরে তারা খোজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা পাংচার হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্চে আনা হয়।

চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচঅরক হাফিজ আহমদ বলেন, ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামতের পর এটি রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল করা হবে।

বিকেলের দিকে বিমানবন্দেরর কার্যক্রম স্বাভাবিক হতে পারেন বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin