বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন


সিলেটে করোনায় আরও ১৪ প্রাণহানি, শনাক্ত ৮৫৩

সিলেটে করোনায় আরও ১৪ প্রাণহানি, শনাক্ত ৮৫৩


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারের ১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯৫৪ টি। সে হিসেবে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৬ শতাংশ।

সোমবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল এ তথ্য জানিয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৪১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৯২৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪০০ জন।

অপরদিকে নতুন করে শনাক্তদের মধ্যে ৩৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জের ৭৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯০ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে নতুন ১৪ জনসহ সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৫০ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারের ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। একই সময়ে চার জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৬৮ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin