বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন


সিলেটে করোনায় বাড়ছে সুস্থতা, মৃত্যু ২৭৮ জনের

সিলেটে করোনায় বাড়ছে সুস্থতা, মৃত্যু ২৭৮ জনের


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট বিভাগে করোনায় বাড়ছে সুস্থতা। সেই সাথে কমেছে আক্রান্ত। সেই সাথে চিকিৎসায় ৮৫জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। সোমবার (১ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৬জন, সুনামগঞ্জের ১জন, হবিগঞ্জের ৩জন, মৌলভীবাজারের ৩জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮০৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চার জেলার মধ্যে সিলেটে ২২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৬৪০জন করোনা আক্রান্ত রোগী এবং সেই সাথে করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin