শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন


সিলেটে কোয়ারেন্টাইন সিল হাতে ব্যাংকে প্রবাসী!

সিলেটে কোয়ারেন্টাইন সিল হাতে ব্যাংকে প্রবাসী!


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
প্রবাস থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না গিয়ে টাকা তুলতে সরাসরি ব্যাংকে গেলেন আব্দুল আউয়াল নামে এক প্রবাসী। তবে হাতে কোয়ারেন্টাইনের সীল থাকায় ব্যাংক থেকে খালি হাতেই তাকে ফিরতে হয়েছে। প্রবাসী আব্দুল আউয়ালের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামে। মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার সোনালী ব্যাংকে টাকা তুলতে যান তিনি।

এসএমপি’র কোতোয়ালি থানার ওসি তদন্ত সৌমেন মিত্র জানান, বিমানবন্দরে হোম কোয়ারেন্টাইনের সীল দেওয়া হলেও তা না মেনে ওই প্রবাসী সরাসরি ব্যাংকে চলে আসেন টাকা তুলতে। ব্যাংক কর্মকর্তারা তাকে টাকা না দিয়ে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে পরামর্শ দেয়। এরপর তিনি ব্যাংক ত্যাগ করেন।

তিনি বলেন, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রশাসন তৎপর। তারপরও সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা দুঃখজনক। সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin