শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন


সিলেটে গণফোরামের উদ্যোগে ইফতার মাহফিলে শুধুই আরিফ

সিলেটে গণফোরামের উদ্যোগে ইফতার মাহফিলে শুধুই আরিফ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্টার
বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দল হচ্ছে গণফোরাম। সিলেটে আজ সোমবার জেলা ও মহানগর গণফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ছিল। নগরীর জেলরোডস্থ একটি হোটেলের সভাকক্ষে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গণফোরামের এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপি কিংবা ঐক্যফ্রন্টভুক্ত দল জাসদ ও নাগরিক ঐক্যের কোনো নেতাকে দেখা যায়নি। শুধুমাত্র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে বিশেষ অতিথি ছিলেন।
তবে জানা গেছে, আরিফকে বিএনপি নেতা হিসেবে নয়, সেখানে সিটি মেয়র হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল। গণফোরাম থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও আরিফের পরিচয় শুধুই সিটি মেয়র উল্লেখ করা হয়েছে।
আলোচনা সভায় গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সবকিছু করা সম্ভব।  আপনারা  ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন আনা সময়ের ব্যাপার মাত্র। আমাদের যে লক্ষ্য আছে, সেটাকে অর্জন করতে হলে এবং স্বাধীনতার ঐক্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে।’
গণফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খানের সভাপতিত্বে এবং এডভোকেট এমদাদুল হক শামীম ও এডভোকেট লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, ব্যারিস্টার আরশ আলী, সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শান্তি পদক ঘোষ, মৌলভীবাজার জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, মৌলানা আব্দুল মালেক চৌধুরী, ছালেহ আহমদ চৌধুরী, ঐক্য ন্যাপের সিলেট জেলার সভাপতি রুহুল কুদ্দস বাবুল, এডভোকেট মুফতি রহমান, ইঞ্জিনিয়ার সিবু প্রসাদ দাস, আনিছুর রহমান, নজরুল ইসলাম আজাদ, আবুল হোসাইন, এস আর সেলিম, ডা. আজাদ আলী সুমন, বদরুল ইসলাম, আব্দুল মালক প্রমুখ।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin