মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন


সিলেটে ঘরে ঘরে করোনার লক্ষণ, নমুনা পরীক্ষায় অনীহা

সিলেটে ঘরে ঘরে করোনার লক্ষণ, নমুনা পরীক্ষায় অনীহা


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেটে প্রতিটি উপজেলায় ঘরে ঘরে দেখা দিয়েছে করোনার লক্ষণ। প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে হঠাৎ করেই বেড়ে গেছে করোনার লক্ষণ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিটি বাড়িতেই দুই থেকে তিনজন সদস্য রয়েছেন জ্বর-কাশিতে আক্রান্ত। তবে করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশের ভয়ে অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু করোনার উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষা করতে আগ্রহ দেখাচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের কারও নমুনায় করোনা পজিটিভ এলে পুরো পরিবার নিয়ে আইসোলেশন এমনকি বাড়ি লকডাউনের ভয়ে অনেকেই নমুনা পরীক্ষায় অনীহা দেখাচ্ছেন। সর্দি-জ্বরে আক্রান্ত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন পাড়া ও মহল্লায়। আক্রান্ত ব্যক্তিরা অবাধে চলাচল করায় একজন থেকে অন্যদের মাঝে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। অবস্থা জটিল না হলে কেউ করোনা পরীক্ষা করছেন না।

এদিকে গত কয়েকদিন থেকে সিলেটের প্রত্যেকটি উপজেলার ফার্মেসিগুলোতে অনবরত বিক্রি হচ্ছে নাপা,অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল ও কিটোটোফেন গ্রুপের ওষুধসহ সর্দি-কাশির ঔষধ। জ্বর, কাশি, মাথা ব্যাথা ও সর্দির ঔষধের চাহিদা চাহিদা বেড়ে যাওয়ায় অনেক সময় ঔষধের সংকট দেখা দিচ্ছে বলেও জানা যায়।

সিলেটের প্রতিটি উপজেলা পাড়া মহল্লা গ্রামে করোনা লক্ষণ প্রতিটি ঘরে ঘরে থাকলেও ভয়ে ও বিভিন্ন কারণে নমুনা পরীক্ষায় অনিহা রয়েছে মানুষজনের। এতে করে সিলেটে হু হু করে বাড়ছে করোনার রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। প্রতিদিন সিলেট বিভাগে গড়ে ১৫ জন রোগীর মৃত্যু হচ্ছে।

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জের ১জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারের ১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯৫৪ টি। সে হিসেবে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৬ শতাংশ। সোমবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল এ তথ্য জানিয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৪১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৯২৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪০০ জন।

অপরদিকে নতুন করে শনাক্তদের মধ্যে ৩৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জের ৭৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯০ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন ১৪ জনসহ সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৫০ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারের ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। একই সময়ে চার জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৬৮ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin