শুভ প্রতিদিন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সিলেটেও দ্বিতীয় ধাপে প্রথম ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হয়। যাদের সবাইকে সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।
সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষকে টিকা গ্রহণ করতে দেখা যায়। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রথম দিন ২৫ হাজার লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে। মানুষের চাহিদা থাকলে আগামীকালও চলবে এই টিকা কার্যক্রম।
সিলেটের সহকারী সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, জেলা পর্যায়ে টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার। দুই দিনব্যপী এ কার্যক্রমে শুধু নিবন্ধিতরাই টিকা গ্রহণ করতে পারবেন।