শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান- সোমবার ওসমানীর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩১ জন, বিয়ানীবাজার উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৪ জন, বাহুবল উপজেলার ২ এবং বাহ্মনগর ঠিকানায় একজন রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৫ জন সিলেটে হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবা সিলেটে এসে নমুনা দিয়েছেন।
এদিকে সোমবার সর্বশেষ ৩৯ জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে সিলেট জেলায় ১৪৫২ জন করোনায় আক্রান্ত হলেন।