স্টাফ রিপোর্ট:
সিলেট বিভাগে একটি জেলা পরিষদ, একটি উপজেলা পরিষদ ও পাঁচ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীকে মনোনীত করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আ’লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসকল প্রার্থীদের চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে মিছবাহুর রহমানকে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. ইকবাল আল আজাদকে মনোনীত করা হয়।
এছাড়াও এ সভায় সিলেট বিভাগের ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করে আ’লীগ।
তারা হচ্ছেন, সিলেট জেলার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ, ওসমানীনগরের সাদিপুরে কবির উদ্দিন আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর ইউপিতে মো. আব্দুর রশীদ, মির্জাপুরে অপূর্ব চন্দ্র দেব ও হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুরে বাবুল হোসেন খান।