শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ইফজাল আহমদের হত্যারহস্য উদঘাটন ও বিচারের দাবি জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন তার মা আছারুন নেছা। বৃহস্পতিবার তিনি এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে এ আবেদন জমা দেন।
এসময় পুলিশ কমিশনার মায়ের বক্তব্য শোনেন এবং নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আছারুন নেছার সঙ্গে ছিলেন নিহত ইফজালের চাচাতো ভাই গিয়াস উদ্দীন। তিনি জানান, ‘উপশহরস্থ এসএমপি’র অস্থায়ী কার্যালয়ে গিয়ে ইফজালের মা নিজের হাতে লিখিত আবেদন জমা দেন। তিনি ছেলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও সঠিক বিচার দাবি করেন। কমিশনার ইফজালের মায়ের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। এ বিষয়ে তিনি আমাদের কাছে বিভিন্ন বিষয়ও জানতে চান।’
‘বক্তব্য শোনার পর তিনি আমাদেরকে আশ্বস্ত করেন, ইফজালের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে। পুলিশ কমিশনার হিসেবে এ বিষয়ে তিনি যথাযথ ভূমিকা রাখবেন।’
প্রসঙ্গত, গত ২৫ জুন উপশহর বি-ব্লকের ১৮নং রোডের ৩ নং বাসার নিচে ইফজালের লাশ পাওয়া যায়। ২৫ জুন মধ্যরাতের পর কে বা কারা ইফজালকে হত্যা করেছে। তিনি ওই বাসার ৩য় তলায় থাকতেন। ইফজালের গ্রামের বাড়ী কানাইঘাট উপজেলার কাপ্তানপুর গ্রামে।