শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন


সিলেটে জীবানুনাশক স্প্রে ও হাত ধুয়ে দিল পুলিশ

সিলেটে জীবানুনাশক স্প্রে ও হাত ধুয়ে দিল পুলিশ


শেয়ার বোতাম এখানে

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার উদ্যোগে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবানুনাশক স্প্রে ও লোকজনকে স্যানিটাইজার দিয়ে হাতধোয়ানো কর্মসূচি পালন করা হয়েছে। এসময় সাধারণ মানুষকে অযথা বাহিরে ঘুরাফেরা না করার জন্য পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়।
একই ধরনের কর্মসূচি পালন করছেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে নগরের বন্দর থেকে শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্রা এলাকাসহ নগরের বিভিন্ন সড়ক ও আশপাশের জীবানুনাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরন ও হেক্সিজলসহ বিভিন্ন জিনিস বিতরণ করেন পুলিশ সদস্যরা। এবং স্যানেটাইজার দিয়ে পথচারীসহ বিভিন্ন গাড়ি চালক, রিক্সাচালকদের হাতধোয়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মিত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ দেবাশিষ দে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনসহ পুলিশ সদস্যরা


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin