করোনায় ত্রাণ বিতরণ চলছে সিলেটের সর্বত্র। ঘরে আটকা পড়া এক ব্যক্তি পেটের দায়ে ত্রাণ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর গোটাটিকর এলাকায় বেপরোয়া মোটরসাইকেল প্রাণ কেড়ে নিয়েছে মধু বাবু সিংহের।
জানা যায় ত্রাণ আনতে নিহত মধু বাবু সিংহ (৫০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত হাংকু সিংহের ছেলে। তিনি দক্ষিণ সুরমার আলমপুরে শহীদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বন্দরবাজারে শাহজালাল গ্লাস হাউসে কাজ করতেন।
গোটাটিকর এলাকায় ত্রাণ আনার জন্য বাইসাইকেলে যাচ্ছিলেন মধু বাবু সিংহ। এসময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।