শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন


সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন,শিক্ষামনন্ত্রী দীপু মনি

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন,শিক্ষামনন্ত্রী দীপু মনি


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় তিনি দুই ওলির মাজার জিয়ারত করেন। এর আগে তিনি দুপুর পৌনে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,  সাবেক সংসদ সদস্য , সৈয়দা জেবুন্নেছা হক,সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা,সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া প্রমুখ। শিক্ষামন্ত্রী সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে এসডিজি বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালায় যোগ দেবেন। পরে তিনি সরকারী অগ্রগামী স্কুল এন্ড কলেজে সিলেট বিভাগের চার জেলায় মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin