শুভ প্রতিদিন ডেস্কঃ
সিলেটে আশঙ্কাজনক হারে বেড়েছে ‘অনাকাঙ্ক্ষিত’ মৃত্যু। দুই দিনে অস্বাভাবিকভাবে লাশ হয়েছেন ৬ জন। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, কোনোটি হত্যা আবার কোনোটি আত্মহত্যা। হঠাৎ যেন অশান্ত হয়ে উঠেছে সিলেট অঞ্চল।
সর্বশেষে সিলেটে গোয়াইনঘাটের জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যারাত ৭টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানাপুলিশ। লাভলি দাশ (১৮) নামের ওই তরুণী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ছুয়ারা গ্রামের শ্যামাচরণ দাসের মেয়ে। লাভলী তার বাবা ও ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে জাফলং এলাকার বিভিন্ন কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাভলী মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে নিজ বসতঘরের আড়ার (তীরের) সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে থানাপুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলীর লাশ উদ্ধার করে।
পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, কী কারণে আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু :
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গুয়াবাদী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রাহেলা বেগম (৭৫)। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি গ্রামের আতিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলাসদরের ফতেখা রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সম্মুখে রাহেলাকে দ্রুতগামী একটি মিনি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ওসমানী হাসপাতালে নেওয়ার পথেই রাহেলা মারা যান।
স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী আসকর আলী (৫০)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১২ মার্চ) রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র আসকর আলীর দ্বিতীয় স্ত্রী রিনা বেগম সাংসারিক বিষয়াদীসহ হাট থেকে কিনে আনা পানের ভাগ বাটোয়ারা নিয়ে শ্বাশুড়ির সাথে ঝগড়াঝাটি হয়। এসময় স্বামী আসকর আলী ও রিনা বেগমের মাঝেও শুরু হয় পাল্টাপাল্টি গালমন্দ। একপর্যায়ে রিনা বেগমের পেটে লাথিসহ তাকে মারধর করেন স্বামী আসকর আলী। পরে আহত অবস্থায় রিনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় স্বামী আসকর আলীকে আটক করেছে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইক (টমটম) উল্টে মিনহাজ কাপ্তান (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জের পাহাড়পুর-ঝিলুয়া সড়কে জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ কাপ্তান বানিয়াচং উপজেলার বাগ মহল্লার মৃত মোবারক মিয়ার ছেলে।
জানা যায় পাহাড়পুর-ঝিলুয়া সড়কে জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ইজিবাইক (টমটম) উল্টে পড়ে থাকতে দেখন স্থানীয়রা। এসময় ইজিবাইকটির পাশে চালকের মরদেহও পরে রয়েছিল।
স্থানীয়রা বিষয়টি ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবগত করলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণহানি :
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আয়াত আলী শহরতলীর বড় বহুলা গ্রামের মকবুল হোসেনের পুত্র। সোমবার দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) নাজমুল হাসান জানান, হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের বহুলা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে তার রাস্তায় পড়ে যায়। আয়াত আলী নামে এক ব্যক্তি ওই তারে জড়িয়ে মারা যান।
তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ যায়। পরে সেখানে উত্তেজিত জনতাকে শান্ত করে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের যানচলাল স্বাভাবিক করা হয়।
গাড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যু :
কুলাউড়ায় চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহাদ দত্তরমুড়ি গ্রামের ইছবর আলীর ছেলে।
আহাদের পরিবার সূত্রে জানা যায়, আহাদ আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায় আহাদ। এ সময় হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আহাদকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
যুবককে পিটিয়ে হত্যা :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ওপারের লোকজন বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত যুবক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশি যুবক জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার (১৪ মার্চ) সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।
সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামক এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে তিনি মারা গেছেন কিনা এখনও এ সংবাদটি পাইনি।’