সিলেট নগরীর শাহজালাল উপশহরে যুক্তরাজ্য প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তিন ডাকাতের মধ্যে দুজন আপন ভাই। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া সাকিনের মৃত মনির আহমদের ছেলে ইজাজ আহমদ ও এলোয়ান আহমদ এবং এলোয়ানের ব্যবসায়িক অংশীদার শাহীন আহমদ। তাদের কাছ থেকে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ইজাজ আহমদ ওই প্রবাসীর বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপশহরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে প্রাণে হত্যার ভয় দেখায় ওই তিন জন। তারা ওই প্রবাসীর স্ত্রীর ব্যবহৃত ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার, হাতঘরি, আইফোন ব্র্যান্ডের দুটি মোবাইল সেট, ব্রিটিশ পাউন্ড ও নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ ২৪ হাজার ১০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তার শেষে মালামাল উদ্ধার করে পুলিশ।
পুলিশ প্রথমে সাবলেট ইজাজ আহমদকে আটক করে। তিনি ডাকাতির ঘটনা স্বীকার করেন। তার তথ্য মতে তার ছোট ভাইসহ দুজনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে লুটকৃত সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার শাহপরান থানায় মামলা হয়। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।