স্টাফ রিপোর্ট:
সিলেটে নতুন করে আরো ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা পজিটিভ আসে।
বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সিলেট সদর উপজেলার বাসিন্দা।
সবশেষ বুধবার (১৭ জুন) সিলেট জেলার নতুন ৪০ জন নিয়ে সিলেট জেলায় ১৬০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৫ জন। অন্যদিকে সবশেষ বুধবার (১৭ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট জেলায় ৭৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।