বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন


সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার প্রধান আসামি আটক

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার প্রধান আসামি আটক

সালেহ আহমদ

শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সালেহ আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন।

গ্রেফতারকৃত সালেহ আহমদ ওরফে আবু সালেহ আহমদ মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে আসামীকে শনাক্ত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে আটক করে।

এনিয়ে এই ঘটনায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। এরআগে গত ২৫ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলাম টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো.হারুন মিয়াকে আটক করে পুলিশ।

উল্লেখ্য-গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও তাঁর ছেলেসহ অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। ঘটনার দুদিন পর রজতকান্তি গুপ্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin